চট্টগ্রাম ব্যুরো

  ২৭ জুলাই, ২০১৭

সোনা চোরাচালান

শাহ আমানতের আনসার সদস্য কারাগারে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের মামলায় শাহিন মিয়া নামের এক আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, আনসার সদস্য শাহিন মিয়া আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ নভেম্বর চট্টগ্রামের বিমানবন্দরে দুবাই থেকে আসেন আলাউদ্দিন চৌধুরী। সেদিন তার ব্যাগ হারিয়ে গেছে অভিযোগ করে তিনি বিমানবন্দর ছাড়েন। পরদিন বিমানবন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় আলাউদ্দিনকে নিয়ে হাজির হন বিমানবন্দরটির তখনকার ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ। ওই ব্যাগ স্ক্যানিং করে ২৫টি সোনার বার পাওয়া গেলে মোমেন মোকশেদ ও আলাউদ্দিন সরে পড়েন। পরে ৩১ ডিসেম্বর সাত জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের মামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist