চট্টগ্রাম ব্যুরো

  ২৩ জুলাই, ২০১৭

‘অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে হবে’

চট্টগ্রামের ৪৬টি বেসরকারি কলেজে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। অবিলম্বের ‘লুটকৃত’ অতিরিক্ত এই টাকা ফেরত দিতে এসব প্রতিষ্ঠাননের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদে গতকাল শনিবার বাকলিয়া দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজ সম্মুখে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, জাতীয় শিক্ষা নীতিমালা অনুসরন করে চট্টগ্রাম মহানগরের ৭৫টি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি ফি এক ও অভিন্ন হওয়ার কথা ছিল। সরকার নির্ধারিত ভর্তি ফি সর্বসাকূল্যে ৩ হাজার টাকা হলেও ৪৬ টি বেসরকারি কলেজের অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার তথ্য প্রমাণ আছে। যা রীতিমত শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে গলা কেটে টাকা আদায়ের ফর্মূলা।

তিনি আরও বলেন, বাকলিয়া দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজেও অতিরিক্ত ভর্তি ফি আদায় সহ সর্বমোট ৬ হাজার টাকা নেওয়ার প্রমাণ আছে। যার কারনে শিক্ষার্থী ও অভিভাবকদের দূর্ভোগের শিকার হতে হচ্ছে। অনতিবিলম্বে শিক্ষার্থীদের কাছ থেকে লুটকৃত অতিরিক্ত ভর্তি ফি অর্থ ফেরত দিতে হবে।

১৮ নং ওয়াার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওমর গণি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist