নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৭

শিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার মান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজী গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘উচ্চশিক্ষার মান নিশ্চিত করুন, যাতে ছাত্রছাত্রীরা বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ নিতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ অন্যান্য বিশ্ববিদ্যালয় যাতে অনুসরণ করে, সেই ধরনের গুণগত মানসম্পন্ন শিক্ষার দৃষ্টান্ত স্থাপনের জন্য বিইউপির উপাচার্যকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই তথ্য জানিয়েছেন।

বিইউপির উপাচার্য এই প্রতিষ্ঠান পরিচালনায় সর্বাত্মক সমর্থন প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ সার্বিক কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য মেজর জেনারেল মিয়াজী আবদুল হামিদকে আরো জানান, জাতির পিতার জীবন ও কর্ম সংক্রান্ত গবেষণা পরিচালনায় বিইউপি ‘বঙ্গবন্ধু চেয়ার’ চালু করেছে।বিশ্ববিদ্যালয়ের কর্মকা- যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist