নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৭

নিরাপদে মুসা ইব্রাহীম

পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে সেখানে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম। তবে তিনি নিরাপদে আছেন। আগামীকাল নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হতে পারে।

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে দেশ ছাড়েন মুসা। নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীম মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে যান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সহযোগী দুই আরোহীসহ বেজ ক্যাম্পে আটকা পড়ে আছেন চার দিন ধরে। খাবার সংকটে ভুগছে পুরো টিম। তাদের স্যাটেলাইটে বার্তা পাঠানোর ডিভাইসটিরও চার্জও শেষ হয়ে আসছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উদ্দেশে মুসা লিখেছিলেন, ‘প্রিয় শাহরিয়ার ভাই, আবহাওয়া এখন ভালো, আশা করছি এখন আমাদের উদ্ধার করা সম্ভব হবে। মুসা।’ গতকাল রোববার বেশ কয়েকটি টুইট করেছেন মুসার সঙ্গে থাকা সত্যরূপ সিদ্ধান্ত। এর একটিতে তিনি জানিয়েছেন, তাদের কেউ আহত হননি। একই সঙ্গে তাদের উদ্ধারে একটি হেলিকপ্টার গেলেও সেটিকে ফিরে আসতে হয়েছে বলেও এক টুইটে জানিয়েছেন তিনি। ইব্রাহীম মুসার ল্যাপটপটি চার্জ দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এক টুইটে সত্যরূপ জানিয়েছেন, গ্লোবাল রেসকিউ তাদের উদ্ধারে এগোতে চাইলেও সংগঠনটির নীতিমালা অনুযায়ী, তারা কেবল আহতদেরই উদ্ধার করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist