গাজীপুর প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৭

সিনেট অধিবেশনে ভিসি ড. হারুন

অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ করা হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘চলতি বছরে দুই হাজার ২০০ কলেজ অধ্যক্ষকে নিয়ে শিক্ষার উন্নয়ন বিষয়ে ঢাকায় শিক্ষা সমাবেশ করা হবে।’

তিনি গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে বিশ^বিদ্যালয়ের ১৯তম বার্ষিক সিনেট অধিবেশনে এ ঘোষণা দেন।

উপাচার্য সেশনজট নিরসনের ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি, সম্প্রতি যেসব কার্য সম্পন্ন হয়েছে যেমন প্রথম সমাবর্তন অনুষ্ঠান, ৫০ বছর অগ্রবর্তী মাস্টার প্ল্যান প্রণয়ন, অ্যাডভান্সড মাস্টার্স প্রোগ্রাম সম্প্রসারণ, একাডেমিক ভবনে ‘স্বাধীনতা’ ম্যুরাল স্থাপন ইত্যাদি চলমান কার্যক্রম যেমন কলেজ পারফরম্যান্স র‌্যাঙ্কিং, সিইডিপি প্রকল্পের আওতায় কলেজ শিক্ষক প্রশিক্ষণ, স্থায়ী আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা যেমন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পুনরায় চালু, মডেল কলেজ প্রতিষ্ঠা, মাস্টার প্ল্যান বাস্তবায়ন, মোবাইল অ্যাপসসহ প্রযুক্তিগত সুবিধা সৃষ্টি, পাঠ্যপুস্তক রচনা প্রকল্প, ২১ অক্টোবর বিশ^বিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন, ট্যুরিজম ও হসপিটালিটি বিষয়ে কক্সবাজারে শিক্ষক-শিক্ষার্থীদের ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি বিষয় তুলে ধরেন। সিনেটের অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৮৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৭৪ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকার রাজস্ব ও ১৪৮ কোটি ২৫ লাখ টাকার উন্নয়ন বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক গৃহীত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist