নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৭

ডিবি পরিচয়ে ডাকাতি অস্ত্রসহ গ্রেফতার ৮

দীর্ঘদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসা আট প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। তারা ডিবি পরিচয়ে কৌশলে বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে ডাকাতি করছিল বলে জানিয়েছে র‌্যাব। তাদের গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ভুয়া ডিবি সদস্যরা হলো-জুয়েল হোসেন ওরফে জুয়েল রানা (২৭), হেমায়েত হোসেন ওরফে বিডিআর হেমায়ত ওরফে জসিম উদ্দিন (৫১), শেখ নাফিজ ওরফে শহর আলী, ফরিদুল ইসলাম ফরিদ (২৯), মোরশেদুল ইসলাম খান (৩৯), মোহাম্মদ আলী (৩২), আইয়ুব খান (২৫) ও স্বপন সরকার (৩৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি, ছয়টি জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist