গাজীপুর প্রতিনিধি

  ২৮ মে, ২০১৭

গাজীপুরে রমজানে পুলিশের বিশেষ অভিযান

পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে নাগরিকদের সার্বিক নিরাপত্তা এবং সড়ক-মহাসড়ক যানজট, ছিনতাইমুক্ত এবং জনসাধারণের চলাচল নির্বিঘœ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। মাস জুড়ে জেলার বিভিন্নস্থানে চলবে হোন্ডা টহল, চেকপোস্ট। বসতে দেওয়া হবে না সড়ক মহাসড়কের পাশে ফুটপাতে হকার, অবৈধ দোকানপাট। গতকাল শনিবার গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন-অর রশীদ সড়কে অবৈধ দোকানপাট এবং হাকার উচ্ছেদ করে কর্মসূচির সূচনা করেন।

পুলিশ সুপার জানান, রমজানকে ঘিরে গতকাল শনিবার থেকে অভিযান শুরু হয়েছে। টহল পার্টি জোরদার করা হয়েছে। রমজান মাসে হোন্ডা পার্টি, চেকপোস্ট ব্যবস্থা করা হয়েছে। দিনের পাশাপাশি ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত বিভিন্ন এলাকায় হোন্ডা পার্টি টহল দেবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও টহল দেবে। সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে রাস্তার পাশে গাড়ি পার্কি ও অবৈধ গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। গাজীপুরের কোথাও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। এ অভিযন পবিত্র ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist