চট্টগ্রাম ব্যুরো

  ২৮ মে, ২০১৭

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ : বিএনপি

সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। গতকাল শনিবার সকালে ফিরিঙ্গীবাজার নগর কমিউনিটি সেন্টারে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানের তিনি এ মন্তব্য করেন।

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে দিশেহারা। অবৈধ সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরাও লুটপাটে ব্যস্ত। তারা জনগণের সম্পদ লুট করে পকেট ভারী করছে।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান এলেই চাল, ডাল, ছোলা, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে সাধারণ জনগণকে চরমভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রশাসনকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, এম এ হালিম, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, হামিদ হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist