নিজস্ব প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

বিএনপির প্রতিক্রিয়া

যথাযথ আইনি প্রক্রিয়া মানা হয়নি

কানাডার আদালতে পরপর দুটি মামলায় বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দেওয়ার বিষয়ে নিজেদের ব্যাখ্যা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওই রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি দাবি করে দলটি বলছে, একটি দেশের আদালত কিছু বলে দিলে তাতে সবকিছু প্রমাণ হয়ে যায় না। আর একজন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এসব কথা বলেন।

গত ১২ মে ফেডারেল কোর্টের বিচারকের দেওয়া রায়ে আবারও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে। ফেডারেল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ চেয়ে করা আবেদনও নাকচ করে দিয়েছেন বিচারক। এর ফলে বিএনপির ব্যাপারে কানাডার ফেডারেল কোর্টের দুজন বিচারকের মন্তব্যের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগও বন্ধ হয়ে গেছে বলে কানাডাভিত্তিক অনলাইন পোর্টাল নতুনদেশ ডটকম।

রিজভী বলেন, ‘আমার মনে হয় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দু-এক মাস পরপর দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা হচ্ছে বলে জানাচ্ছে। সেগুলোকে বড় গ্রাহ্যের মধ্যে আনা উচিত।’ কানাডার আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরে আরো বলতে পারব-এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘তবে এটা যথার্থ যে কানাডার আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist