প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন। মিউনিখের ম্যারিয়ট হোটেলে গত শুক্রবার জার্মান আওয়ামী লীগের সংবর্ধনায় প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’ ভিত্তিহীন দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিচার পাওয়ায় শেখ হাসিনা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘তারা আমার ছেলে এবং মেয়ে, বোন, আমার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সচিবদের এই অভিযোগের সঙ্গে জড়াতে চেয়েছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কানাডার আদালতের রায় আমাদের অনুকূলে এসেছে। কারণ, আমরা সব সময় সত্য ও ন্যায়ের পথে ছিলাম।’

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের আমন্ত্রণে ৫৩তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পদ্মা সেতু প্রকল্পে কল্পিত দুর্নীতির অভিযোগে অর্থ প্রত্যাহারের নেপথ্যে বাংলাদেশের শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জড়িত থাকার ইঙ্গিত দেন। এ ছাড়া আদালতে অর্থ আত্মসাতের মামলায় দোষী প্রমাণিত হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও শাস্তি পেতে হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন।

বাসস সূত্রে আরো জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে জার্মান আওয়ামী লীগের সংবর্ধনা সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এম এ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবুসহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist