মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২০

সাবেক এমপি মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীরের মৃত্যু এলজিআরডিমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত এবং স্ট্রোক করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ টি এম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকারমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ টি এম আলমগীর কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি ছিলেন। তিনি শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রামে। গতকাল মঙ্গলবার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয়। মরহুমের জানাজার আগে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মরহুমের ছোট ভাই আবুল বাশার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close