চট্টগ্রাম ব্যুরো

  ৩০ জুলাই, ২০২০

ঈদে পাল্টে গেল চট্টগ্রামের রেল

চট্টগ্রাম থেকে করোনার কারণে এবার ঈদের স্পেশাল রেল নেই। নিয়মিত রেলে বাড়ি ফিরছেন অনেক যাত্রী। তবে চট্টগ্রাম রেলস্টেশনে নেই আগের সেই চিরচেনা ভিড়। নেই বাড়িফেরার হই চই। প্রায় ৫ মাস ধরে চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর ও সিলেটগামী রেলে নির্ধারিত অর্ধেক আসনের টিকিটও পুরোপুরি বিক্রি হচ্ছিল না। কিন্তু ঈদকে কেন্দ্র করে কিছুটা বদলেছে চিত্র। মহামারিতেও গ্রামের বাড়ি ফিরছে সীমিত সংখ্যক মানুষ। স্বাভাবিক সময়ে ঈদের আগে বাড়ি ফেরার প্রবল প্রতিযোগিতা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে বাড়িফেরা নিয়ে সবাই চিন্তিত। এ কারণে বাস কাউন্টারে টিকিট পেতে তোড়জোড় নেই, ভিড়ও নেই। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতে রেলের ওপর ভরসা যাত্রীদের। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সুর্বণ এক্সপ্রেস ৪৫৬টি টিকিট যাত্রীদের মাঝে অগ্রিম বিক্রি হয়েছে। মেঘনা এক্সপ্রেস ৪৬৩টি এবং সিলেটগামী উদয়নে ৩১৮টি করে টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। কড়াকড়ির কারণে টিকিটবিহীন কেউ রেলে চড়তে পারেনি। ঈদকে কেন্দ্র করে সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী খড়া কেটেছে। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস এবং সিলেটগামী উদয়ন এক্সপ্রেসেও যাত্রী বেড়েছে। চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কান্তি চৌধুরী জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের পর্যন্ত প্রতিটি রেলের অর্ধেক টিকিটের পুরোটাই বিক্রি হয়ে গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী জানান, ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা কড়াকড়ি আরোপ করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close