নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুলাই, ২০২০

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ মাসে ১১৩ মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করে।

বিভিন্ন শ্রেণি-পেশার ২০৮ জন ব্যক্তি এসব মামলায় আসামি হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনই সাংবাদিক। এসব মামলায় গ্রেফতার সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও কার্টুনিস্টকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও করা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আর্টিকেল নাইনটিন অধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও রেকর্ড করে। তাদের হিসাবে মতপ্রকাশজনিত ঘটনায় ২০১৮ সালে ৭১টি ও ২০১৯ সালে ৬৩টি মামলা রেকর্ড করে আর্টিকেল নাইনটিন। আর চলতি বছরের প্রথম ছয় মাসেই সংস্থাটি ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া ১১৩টি মামলার ঘটনা রেকর্ড করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close