রংপুর ব্যুরো

  ১৭ জুন, ২০২০

তামাকজাত পণ্যে কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন

প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার সকালে জাহাজ কোম্পানি মোড় এলাকায় প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, বিদেশি ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশি পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরা। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের।

বক্তারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরে প্রধানমন্ত্রীর দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তারা আরো বলেন, ২০১৮-১৯ অর্থ বাজেটে নি¤œস্লাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পর আজো তা বাস্তবায়ন হয়নি। এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নি¤œস্লাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভের দাবি জানান তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close