নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুন, ২০২০

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। শরীরের অবস্থা ভালো। সামান্য গলাব্যথা ও হালকা কাশি রয়েছে। পরিবারের অন্য সদস্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে সারওয়ার আলম বলেন, পরীক্ষায় তার স্ত্রীর ফলও পজিটিভ এসেছে, বাকিরা সবাই নেগেটিভ। তারা সবাই ভালো আছেন।

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’ দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম কোয়ারেন্টাইন, শারীরিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন ভেজালবিরোধী অভিযানের কারণে আলোচিত এই ম্যাজিস্ট্রেট নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close