নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুন, ২০২০

পুলিশে আক্রান্ত বেড়ে ৫৫০৭

করোনামুক্ত ২,১০৬

জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫ হাজার ৫০৭ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। অন্যদিকে সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২ হাজার ১০৬ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এখন পর্যন্ত পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হয়েছে।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এখন পর্যন্ত পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুরের পল্লবী জোনের নিরোদ চন্দ্র মন্ডল (৫২) নামে এক সিভিল স্টাফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close