নিজস্ব প্রতিবেদক

  ০২ জুন, ২০২০

এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার : ড. আতিউর

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। টিকে থাকার বাজেট। কেননা চলমান করোনাভাইরাস সহসাই কাটবে না। এটা দীর্ঘায়িতই হবে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। গতকাল সোমবার ব্র্যাক আয়োজিত কোভিড-১৯ ও জাতীয় বাজেট ২০২০-২১ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আফিস সালেহ ও কে এ এম মুরশিদ।

ড. আতিউর রহমান বলেন, মানুষ এখন প্রচন্ড ভীতির মধ্যে আছেন। ভয়টা হলো আক্রান্ত হব কিনা। আক্রান্ত হলে হাসপাতালে যেতে পারব কিনা। হাসপাতালে গেলে চিকিৎসা পাব কিনা ইত্যাদি। এসব বিষয়কে আমলে নিয়ে এবারই স্বাস্থ্যবিমা চালু করতে হবে। পাশাপাশি বাজেটে স্বাস্থ্য খাতে অন্তত এক শতাংশ বাজেট বরাদ্দ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর বলেন, আমাদের কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের অর্থনীতির রক্ষাকবচ হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি স্থানীয়। ফলে এ উভয় খাতকে গুরুত্ব দিতে হবে আসছে বাজেটে। আমরা নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারব। আমাদের টেকসই উন্নয়নের জন্য গ্রিন ইনভেস্টমেন্ট, গ্রিন ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। আরো মানবিক হতে হবে। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন আইস্যোশাল প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অনন্যা রায়হান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close