পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ৩১ মে, ২০২০

পাথরঘাটায় হরিণের মাথা ও ২টি চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটায় একটি হরিণের মাথা ও ২টি চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। গতকাল শনিবার সকালে পাথরঘাটা বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ভোরের দিকে উপজেলার বাদুরতলা এলাকার বিশখালী নদীর খালের পাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি হরিণের একটি মাথা ও ২টি চামড়া পাওয়া যায়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি জানান, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়ে বন বিভাগ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close