নিজস্ব প্রতিবেদক

  ২২ মে, ২০২০

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কাছে একটি তল্লাশি চৌকিতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর অপারেশন অফিসার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য। নিহত কবির পলানের (৪৫) বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের ১৩টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। মহিউদ্দিন ফারুকী বলেন, ভোরের দিকে একটি মোটরসাইকেলে দুজনকে আসতে দেখে তল্লাশি চৌকিতে দায়িত্বরত র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু মোটরসাইকেল না থামিয়ে তারা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও তখন পাল্টা গুলি করে। গোলাগুলি থামার পর একজনকে পড়ে থাকতে দেখা যায়। আরেকজন দৌঁড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার নাম কবির পলান। জেনেভা ক্যাম্পে অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে সে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৩০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close