নিজস্ব প্রতিবেদক

  ২২ মে, ২০২০

আম্পান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি বাম জোটের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলাসহ অন্যান্য জেলায় ক্ষতিগ্রস্তদের দরকারি ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যরা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, উপকূলীয় জেলাগুলো জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে মাছের ঘের, বোরো ধান ও আমন চাষের জমিতে লোনা পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরবাড়ি, গাছাপালা, রাস্তাঘাট, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। সাতক্ষীরা ও রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। নিরপেক্ষভাবে এসব ক্ষয়ক্ষতি নিরপণ করে দলমত নির্বিশেষে সবাইকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে রাস্তাঘাট ও বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close