নিজস্ব প্রতিবেদক

  ১৮ এপ্রিল, ২০২০

বিদ্যুৎ বিলও এসএমএসে

এপ্রিল মাসের মাঝামাঝি চললেও বিদ্যুৎ বিল না পেয়ে অনেক গ্রাহক দুশ্চিন্তায় রয়েছেন। এরই মধ্যে কেউ কেউ গণমাধ্যমে ফোন করে খবর নিয়েছেন কেন তারা মার্চ মাসের বিলের কপি এখনো হাতে পাননি। এমন ফোন পাচ্ছে রাজধানীর বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোও। বিষয়টি নিয়ে ঢাকার দুই বিতরণ কোম্পানির সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের তরফ থেকে আগামী মে মাস পর্যন্ত লেট ফি বা বিলম্ব মাশুল মওকুফ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকের যে মাসিক বিল আসবে জুন মাসে গিয়ে শুধু সেই টাকা দিলেই হবে। ফলে বিল পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যদিকে, ঢাকার দুই বিতরণ কোম্পানিই বলছে করোনার ঝুঁকি কমাতে এবার এসএমএসের মাধ্যমে গ্রাহকের বিল জানানো হবে। কোনো কাগজ দেওয়া হবে না। গ্রাহক মোবাইল অ্যাপস ব্যবহার করে সেই বিল দিতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close