নিজস্ব প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০২০

না.গঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে এরই মধ্যে ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নারায়ণগঞ্জ, ঢাকার বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলাতে করোনা যারা সংক্রমিত করেছে তাদের বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছে। এ বিষয়ে আমাদের আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলো।

তিনি বলেন, আমাদের এরই মধ্যে ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে, আপনারা জানেন। সেটি যাতে না বাড়ে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন আরো চার থেকে পাঁচশ’ ভেন্টিলেটর ও চার থেকে পাঁচশ’ অক্সিজেনারেটর সংগ্রহ করা হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজনসহ দেশে এ পর্যন্ত মোট ৪২ জন করোনা থেকে সেরে উঠেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close