নিজস্ব প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০২০

কাঁচাবাজার-সুপার শপ বিকাল ৫টার মধ্যে বন্ধের নির্দেশ

ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপগুলো প্রতিদিন বিকাল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়। তবে ফার্মেসিসহ জরুরি সেবার দোকানপাট-যানবাহন চলাচল এই নিদের্শনার আওতায়মুক্ত থাকবে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নতুন এই নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর কাঁচাবাজার এবং স্বীকৃত সুপারশপগুলো বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখতে পারবে। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে পারবে। এর আগে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি। নতুন নির্দেশনায় যা দুই ঘণ্টা কমানো হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে ডিএমপি রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সন্ধ্যা সাড়ে ৬টার পর জনগণকে বাইরে বের না হওয়ার জন্য সরকারি নির্দেশনার পরে তাদের এ সময়সূচি পুনর্নির্ধারণ করেছে ডিএমপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close