গাজীপুর ও কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২০

গাজীপুরে সিভিল সার্জনসহ কিশোরগঞ্জে ১৪ চিকিৎসক কোয়ারেন্টাইনে

গাজীপুর সিভিল সার্জন অফিসের এক নাইটগার্ডের শরীরে করোনা পজেটিভ হওয়ার পর সিভিল সার্জনসহ অফিসের ১৩ কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। সূত্রে জানা গেছে, শনিবার অফিসের এক নাইটগার্ডের নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজেটিভ এসেছে। তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। করোনা রোগী যাদের সংস্পর্শে আসেন তাদেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এজন্য সিভিল সার্জনসহ এ অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা বাসায় থেকেই কাজ করছেন।

এদিকে কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় ১৪ চিকিৎসকের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনিসহ চিকিৎসকেরা কমপ্লেক্সসংলগ্ন বাসভবনেই কোয়ারেন্টাইনে থাকবেন। তাদের শূন্যতা পূরণের জন্য নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলায় এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুবরণসহ তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের কাউকে চিকিৎসার কারণে উপসর্গ দেখা দিতে পারে বলে তিনি জানান। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটাও উপসর্গের কারণ হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close