বেড়া (পাবনা) প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

বেড়ায় চিকিৎসা না পেয়ে শিশুমৃত্যুর অভিযোগ

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে ছয় মাস বয়সের খুশি নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টায় চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের লোকজনের দাবি শিশুটিকে ভর্তির জন্য বার বার আকুতি জানানো সত্ত্বেও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তির ব্যবস্থা নেয়নি ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়নি।

পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার বেড়া পৌর এলাকার সানিলা শাহপাড়া মহল্লার দিনমজুর খোরশেদ আলমের ছয় মাসের মেয়ে খুশি আক্তার ডায়রিয়ায় ও জ্বরে অসুস্থ হয়ে পড়ে। ওইদিন সন্ধ্যা ৭টায় শিশুটিকে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটিকে সেখানে ভর্তির জন্য পরিবারের লোকজন আকুতি জানালেও তাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। এর পরিবর্তে শিশুটিকে ভালোভাবে না দেখেই সংশ্লিষ্ট চিকিৎসক একটি ব্যবস্থাপত্র লিখে দিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে বলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close