বগুড়া প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

বগুড়ায় ১০ টাকার চালে অনিয়ম, আ.লীগ নেতাকে জরিমানা

দেরিতে চাল বের করার দায়ে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়াজেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে মহিষাবান ইউনিয়নে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সময় ভুয়া মাস্টাররোল তৈরি করায় খাদ্য অধিদফতরের ডিলার ওয়াজেদকে ওই জরিমানা করেন গাবতলী উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওনক জাহান। ওয়াজেদ হোসেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং খাদ্য অধিদফতরের ডিলার।

গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করেছেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার ওয়াজেদ হোসেন। তিনি আরো জানান, ‘অনেক মৃত ব্যক্তির নামেও মাস্টারোল’ তৈরি করেছিলেন ওই নেতা। এছাড়াও যাদের নামে ‘মাস্টাররোল’ তৈরি করা হয়েছে তারা জানিয়েছেন ডিলারের কাছে থেকে চাল এখনো উত্তোলন করেননি তারা বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close