নিজস্ব প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

গ্রামীণফোনের ৫০ টাকার সিম ৫০০ টাকা!

বাজারে গ্রামীণফোনের সিম সংকট দেখা দিয়েছে। কোথাও পাওয়া যাচ্ছে, কোথাও যাচ্ছে না। আর এই সুযোগে সিমের দাম বাড়িয়ে দিয়েছে খুচরা বিক্রেতারা। গ্রামীণফোনের সিম চাইলে বিক্রেতারা বলছেন, সিম নেই। জরুরি প্রয়োজনের কথা বোঝালে বেশি দাম হাঁকছে। ৫০-১০০ টাকা দামের সিম বিক্রি করছে ৫০০ থেকে ৭০০ টাকায়। গ্রামীণফোন জানিয়েছে, তাদের সিম সংকট চলছে। কারণ তাদের নামে বরাদ্দ করা সিমের কোটা শেষ। তবে গ্রামীণফোন সেন্টারে (কাস্টমার কেয়ার) গেলে সিম পাওয়া যাবে ন্যায্য দামেই। এ ছাড়া সিম হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হলে গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম রিপ্লেস করা যাবে।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি গ্রামীণফোন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানায়, গ্রামীণফোনের যেসব সিম বাজারে রয়েছে, তা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ওই সময়ের পর বাজারে গ্রামীণফোনের সিম (০১৭... ও ০১৩... নম্বর সিরিজ) পাওয়া যাবে না। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামীণফোনের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে সিম সংকট শুরু হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সিম রিসাইকেলের (পুরোনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পর বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। সিম রিসাইকেলের জন্য ৩০ লাখের বেশি সিম জমা আছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ আরো জানায়, বাজারে বর্তমানে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা রয়েছে।

গত দুদিন রাজধানীর মিরপুর এলাকা ঘুরে কোনো খুচরা বিক্রেতাদের কাছে গ্রামীণফোনের দুটি নম্বর সিরিজের কোনো সিম পাওয়া যায়নি। তবে মিরপুর ৬ নম্বর সেকশনের সি-ব্লকে এক খুচরা বিক্রেতার (মোবাইল রিচার্জ ও সিম বিক্রেতা) কাছে এই প্রতিবেদক সিম চাইলে প্রথমেই বলেন, গ্রামীণফোনের সিমের সাপ্লাই নেই। কোথায় পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, বেশি টাকা দিলে তিনিই দিতে পারবেন। তার কাছে প্রি-পেইড ও পোস্ট পেইড মিলিয়ে তিনটি সিম ছিল। অনেক দরদাম করে শেষ অবধি ৫০০ টাকায় একটি সিম পাওয়া যায়। বিষয়টির খোঁজ করতে রাজধানীর শনিরআখড়ার দনিয়ায় এক পরিচিত একজনের মাধ্যমে খোঁজ নিলে তিনিও একই কথা জানান। তার এলাকায় গ্রামীণফোনের কোনো সিমই (০১৭... ও ০১৩) নেই। তিনি খুঁজে কোথাও সিম পাননি। তবে ওই এলাকার গ্রামীণফোন সেন্টারে গিয়ে তিনি সিম পেয়েছেন। সিম সংকটের বিষয়টি জানতে যোগাযোগ করা হলে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সিম সংকটের বিষয়টি গত ১২ মার্চ সাময়িকভাবে সমাধান হয়েছে। বিষয়টি সমাধানের আগে যেসব গ্রাহক সমস্যায় পড়েছিলেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close