নিজস্ব প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

শোক সংবাদ

বিএনপি নেতা জাফরুল হাসান আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রবীণ শ্রমিক নেতা জাফরুল হাসান রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। জাফরুল হাসান কিডনি জটিলতা ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বলেন, ‘দীর্ঘদিন জাফর ভাই রোগভোগের পর দুপুরে আমাদের ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন, কিডনি জটিলতাও ছিল।’

আনোয়ার হোসেইন জানান, ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের লাশ ফরিদপুরে শহরে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। করোনাভাইরাসের কারণে ‘শাটডাউন’ পরিস্থিতির মধ্যেও অনেকেই তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান। দীর্ঘ ৬০ বছরের বেশি সময় শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জাফরুল হাসান। কর্মজীবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করেছেন। বোর্ডের সিবিএর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। জাফরুল হাসান বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক ফোরাম পিএসআই, আইপিইউসি, সার্ক দেশগুলোর শ্রমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিনিধিও ছিলেন জাফরুল হাসান। জাফরুল হাসান স্ত্রী শেফালী হাসান, দুই মেয়ে শারমিন হাসান ও নাসরিন হাসানকে রেখে গেছেন। বড় মেয়ে শারমিন অস্ট্রেলিয়া প্রবাসী। জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন শোক প্রকাশ করেছেন।

জাফরুল হাসানের মৃত্যুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ ও মহাসচিব নজরুল ইসলাম খানও শোক প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close