নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জে কারফিউ চান মেয়র আইভী

করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীসংলগ্ন নারায়ণগঞ্জ শহরে কারফিউ জারির দাবি জানিয়েছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এ খবর জানান। এর আগে নারায়ণগঞ্জে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হয়েছে। চারজন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। এ ছাড়া এরই মধ্যে ভাইরাস সংক্রমণ রোধে জেলার তিন এলাকা লোকডাউন করেছে প্রশাসন। এ পরিস্থিতিতে শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ সিটি এলাকায় ‘জরুরি ভিত্তিতে কারফিউ’ চেয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র আইভী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস-সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় কয়েকটি এলাকা প্রশাসন লকডাউন করা হয়েছে। সিটি এলাকায় ইপিজেড, গার্মেন্ট, হোসিয়ারিসহ ভারী শিল্প কল-কারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার থাকায় এ শহর শ্রমিক অধ্যুষিত বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

‘ঘনবসতিপূর্ণ এ নগরীতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি অত্যধিক’ উল্লেখ করে আরো বলা হয়Ñ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মানুষের জীবন বাঁচাতে ‘জরুরি ভিত্তিতে সিটি এলাকা লকডাউন/কারফিউ জারি করার জন্য’ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close