reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০২০

‘করোনা ইনফরমেশন শেয়ারিং’ শীর্ষক টেলি কনফারেন্স

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে গত মঙ্গলবার করোনা ইনফরমেশন শেয়ারিং শীর্ষক এক টেলি কনফারেন্স অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস প্রতিরোধে এ অঞ্চলের দেশগুলোতে গৃহীত ব্যবস্থাদি বিশেষ করে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এর প্রভাব এবং বিমান চলাচলব্যবস্থায় যাবতীয় নীতিমালা, বিধিবিধান ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে প্রত্যেক রাষ্ট্রের সিভিল এভিয়েশন প্রধানরা বক্তব্য দেন। সভায় অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি কন্টিজেন্সি প্ল্যান ও নিরাপদ আকাশ চলাচল নিশ্চিতকরণে যাবতীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। করোনার প্রভাব রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপন্থা নিয়ে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বক্তব্য তুলে ধরা হয়। কনফারেন্সে চীন, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ৩৩টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন। করোনা মহামারি রোধে সরকার কর্তৃক বিভিন্ন কার্যক্রম ও বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার যাবতীয় পদক্ষেপ নিয়ে তিনি বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন থাইল্যান্ডে অবস্থিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল অফিসের পরিচালক অরুন মিশ্র। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close