নিজস্ব প্রতিবেদক

  ০২ এপ্রিল, ২০২০

ঝুঁকি নিয়েই বাসা বদলাচ্ছেন ভাড়াটিয়ারা

করোনা পরিস্থিতির কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও ঝুঁকি নিয়ে গত দুই দিনে রাজধানীর ভাড়াটিয়াদের বাসা বদল করতে দেখা গেছে। এক্ষেত্রে করোনাভাইরাসের নিরাপত্তা নির্দেশনা পালন করছেন না শ্রমিকসহ অন্যরা।

মাসের শেষ ও শুরুতে ভাড়াটিয়ারা বাসা বদল করে থাকেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়ার পর একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে। সর্বশেষ সামাজিক বিচ্ছিন্নকরণ কর্মসূচির অংশ হিসেবে সবাইকে গৃহবন্দি থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এর আগেই গত মাসের শুরুতে অনেকেই বাসা পাল্টানোর সিদ্ধান্ত নেন। নতুন বাসা দেখার পাশাপাশি তারা পুরাতন বাসার মালিককে বাসা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close