পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ০১ এপ্রিল, ২০২০

ভারতের রাস্তায় কোনো ভিনরাজ্যের শ্রমিক নেই

ভারতের রাস্তায় কোনো ভিনরাজ্যের শ্রমিক নেই। সবাইকে আশ্রয় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত জানিয়েছেন, করোনা প্রতিরোধে তারা একটি বিশেষ কমিটি গঠন করে দেবে। এই কমিটি শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে, ভুয়া খবর ছড়ানোর ঘটনায় কঠোর হতে বলেছেন শীর্ষ আদালত। এর আগে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে লকডাউনের জেরে রাস্তায় নিরাশ্রয় হয়ে পড়ে থাকা হাজার হাজার মানুষের ত্রাণের জন্যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে ব্যাপারে জবাব তলব করা হয়েছিল। সেই নোটিসের পরিপ্রেক্ষিতেই সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে বলেছেন, স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন যে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কেউই রাস্তায় পড়ে নেই। তাদের নিকটতম আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্র সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণার পর অসহায় অবস্থায় পড়েছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। সেই প্রবাসী শ্রমিকদের খাদ্য ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেক কেন্দ্রীয় সরকার, এই আবেদনে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের জবাব তলব করেন আদালত। রেলসহ সব যানবাহন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে পড়েন। অনেকে পায়ে হেঁটেই নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close