কুড়িগ্রাম প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২০

কুড়িগ্রামে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সহায়তা

কুড়িগ্রামে করোনাভাইরাস সচেতনতায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে খাদ্যসহায়তা অব্যাহত রয়েছে।

গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম পৌর মেয়র আবদুল জলিল নিজ উদ্যোগে চাল, ডাল, আলু, সাবানসহ বিভিন্ন উপকরণের প্যাকেট করে বিতরণ শুরু করেছে। পর্যায়ক্রমে পৌর সভার ৩ হাজার মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করবেন বলে জানান তিনি। অন্যদিকে সরকারিভাবে জেলার ৯ উপজেলায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩ হাজার ৪০০ পরিবারের মধ্যে ১৯৬ মেট্রিক টন চালসহ ১০ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, লবণ, সাবান বিতরণ অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলার ৯ উপজেলা ও ৩ পৌসভায় ১ হাজার ৯৬০ পরিবারকে ১০ কেজি করে চাল এবং ৩ হাজার ৪০০ পরিবারকে ১ কেজি করে চাল, ৫ কেজি আলু, ডাল, লবণ এবং সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত চাল রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close