নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০২০

বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধক ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রবাসী অধ্যুষিত জেলা মাদারীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ত্রাণসামগ্রী দিচ্ছে ‘বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন’। একই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণার কারণে বিপাকে পরা নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে প্রতিষ্ঠানটি। এটি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে ফাউন্ডেশনটি। এরই মধ্যে ফাউন্ডেশনের নির্দিষ্ট একটা কক্ষ (অস্থায়ী) ল্যাব হিসেবে ব্যবহার করে গত চার দিনে প্রায় ৬ হাজার ইউনিট হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করা হয়েছে। এগুলো ছাড়াও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মাদারীপুর শহর থেকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি জানান, দরিদ্র ভূমিহীন ও দিনমজুর মানুষের মাঝে বিতরণ করা হবে চাল, ডাল ও সাবান। প্রত্যন্ত এলাকায় এই উপকরণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়ার জন্য নাছিম সবার প্রতি আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close