মাগুরা প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২০

ভিড় কমাতে মাগুরায় চায়ের দোকানে লাল পতাকা

জনসমাগম কমাতে মাগুরায় এবার লাল পতাকা দিয়ে বন্ধ করা হচ্ছে চায়ের দোকান। গতকাল শনিবার সদর উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান। এর আগে একইভাবে লাল পতাকা দিয়ে বিদেশফেরতদের বাড়ি চিহ্নিত করেছিল প্রশাসন।

ইউএনও আবু সুফিয়ান বলেন, করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশনা দেওয়া হলেও তা অনেকে সঠিকভাবে মানছেন না।

প্রশাসনের নজরদারি কমলেই অনেকে দোকান খুলছেন। যথারীতি দোকানগুলোতে গিয়ে মানুষ ভিড় করছেন। শহরে অনেকটা নিয়ন্ত্রণ করা গেলেও গ্রামে বাজারগুলোতে অধিকাংশ চা দোকানি এ নির্দেশনা মানছেন না। এ কারণে তিনি নিজে শনিবার সকালে মাগুরা পৌর এলাকার প্রায় সব চায়ের দোকান লাল পতাকা দিয়ে বন্ধ করে দিয়েছেন বলে জানান।

ইউএনও আরো বলেন, একইভাবে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ এলাকার হাটবাজারে চায়ের দোকানে লাল পতাকা বেঁধে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close