reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

ফায়ার সার্ভিসের নেতৃত্বেই জাতীয় ফায়ার কাউন্সিল গঠন

ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুজ ইন বাংলাদেশ : চ্যালেঞ্জ অ্যান্ড ফরওয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেতৃত্বে জাতীয় পর্যায়ে ফায়ার কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন। ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর সমাপনীতে গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) মিডিয়া বাজার হলে গোলটেবিল আলোচনায় বক্তারা এ পরামর্শ দেন। তারা বলেন, সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদারকরণ, নিয়মিত বিরতিতে তা পর্যবেক্ষণ, দুর্বলতা চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ গ্রহণ, এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে যারা দায়ী তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়ন এবং জাতীয় পর্যায়ে অগ্নিনিরাপত্তা বৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ প্রণয়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহযোগিতার জন্য ‘জাতীয় ফায়ার কাউন্সিল’ গঠন করা প্রয়োজন। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

গোলটেবিল আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন খান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান, পরিচালক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান ও লে. কর্নেল জিল্লুর রহমান, বাংলাদেশ গ্রিন বিলডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী আল ইমরান হোসেন, সিভিল অ্যাভিয়েশনের আবু সালেহ মো. খালেক, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট থেকে ড. মো. আবদুল হান্নান, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের (আইএবি) স্থপতি নবী নেয়াজ খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রকৌশলী এস কে তাজুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close