নিজস্ব প্রতিবেদক

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

মনের খোরাকের জীবনানন্দ উৎসব আজ

কবি জীবনানন্দ দাশ সম্ভবত বাংলার মানুষের সবচেয়ে জনপ্রিয় কবি। প্রকৃতি, প্রেম, নিঃসঙ্গতা, নৈসর্গ আর নিস্তব্ধতা জীবনানন্দের আগে আর কেউ এত সূচারুভাবে প্রকাশ করতে পারেননি। আজ সোমবার এই কবির ১২১তম জন্মবার্ষিকী। ‘মনের খোরাক’ নামের একটি সংগঠন দিনটিকে স্মরণীয় করে রাখতে জীবনানন্দ উৎসবের আয়োজন করেছে। ধানমন্ডি ২৭-এর ইএমকে সেন্টারে বিকাল ৪টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

মনের খোরাক একটি বুদ্ধিবৃত্তিক সমাজের লক্ষ্যে শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করে। জীবনানন্দ উৎসবের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে নভেলটি ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

মনের খোরাক সংগঠনের প্রতিষ্ঠাতা মঈন হাসান প্রিন্স বলেন, জীবনানন্দ উৎসব হয়ে উঠবে জীবনানন্দের পাঠক, সমালোচক আর জীবনানন্দপ্রেমীদের এক মিলনমেলা। কবিতা আবৃত্তি, গান, নাচের মতো সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সেলিনা হোসেন, ভাস্বর চৌধুরী, ফয়জুল লতিফ চৌধুরী, টোকন ঠাকুর, কফিল আহমেদ, ফারুক ওয়াসিফ, অধ্যাপক ফখরুল আলম, তৌকীর আহমেদ, রাহুল আনন্দসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close