নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

না.গঞ্জে শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সোর্স সন্দেহে শুভ (১৮) নামে এক মোটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে।

নিহত শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আবদুর রবের ছেলে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করত। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গ্যারেজ থেকে বাসায় ফিরছিলেন শুভ। শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে গলির রাস্তায় একা পেয়ে কিছু দিন আগে জনির শ্যালক আনিসকে পুলিশে ধরিয়ে দিয়েছে সে সন্দেহে জনি ও আনিসসহ কয়েকজন তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

শুভর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় হামলাকারীরা। হামলায় ফারুক, জুম্মান, রফিক, মোজাম্মেল ও হৃদয় আহত হয়। এদের মধ্যে জুম্মনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় শুভর মৃত্যু হয়। জুম্মনকেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানন, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close