শেকৃবি প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

শেকৃবিতে ‘নলেজ শেয়ারিং’ সেমিনার

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘গুড বায়োসিকিউরিটি অ্যান্ড ভেন্টিলেশন ম্যানেজমেন্ট ইন অপারেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পোলট্রি প্রফেশনাল বাংলাদেশের (পিপিবি) সহযোগিতায় অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ গ্যালারি রুমে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি খন্দকার মহসিন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে বি এম সাইফুল ইসলাম, প্যারাসাইটোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উদয় কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নন্দ দুলাল টিকাদার, পিপিবির কো-অরডিনেটর মজুমদার অঞ্জন, পিপিবির সেমিনার কমিটির কো-অর্ডিনেটর নিতিস কুমার, কোর টিম মেম্বার ইয়াসুনাল ডিভিএমএ, রোজরিওর কান্ট্রি হেড এ কে এম রফিকুল ইসলাম চৌধুরী, ফার্মা অ্যান্ড ফার্মের সেলস ম্যানেজার আবু সুফিয়ান, শেকৃবি ইউনিটের টিম লিডার রাসেল আহমেদ, কো-লিডার রূপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close