প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

করোনায় মৃত্যু ১৫০০ ছাড়াল

ফ্রান্সে প্রথম মারা গেলেন চীনা নাগরিক

দক্ষিণ-পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সি ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখন্ডের বাইরে কেবল তিনটি দেশেÑ হংকং, ফিলিপাইন ও জাপানে নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়। তবে চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেড় সহস্রাধিক মানুষ মারা গেছে, যাদের বেশির ভাগই হুবেই প্রদেশের। গত শুক্রবার আরো ১৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২৩ জনে। নতুন করে আরো ২ হাজার ৬৪১ জন সংক্রমিত হয়েছে। এর ফলে চীনে ভাইরাসটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৪৯২ জন হলো। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে গেছে মিসরেও। জানুয়ারির শেষের দিকে ১১ জনেক শনাক্ত করে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ইউরোপীয় দেশ হয়ে ওঠে ফান্স। এদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহত চীনা গুরুতর অবস্থায় উত্তর প্যারিসের বিসাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের কারণে ফুসফুসের সংক্রমণে তার মৃত্যু হয়। এই লোকের মেয়েও সংক্রমিত, তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।

মিসরে প্রথমবারের মতো একজন বিদেশির শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাকে আগে থেকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আফ্রিকায় নতুন করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঘটনা এটা। চীনের মূল ভূখন্ডের বাইরে এ পর্যন্ত হংকং, ফিলিপাইন ও জাপানে তিনজনের মৃত্যুর খবর এসেছে। তাতে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫২৬ জনে।

রয়টার্সের খবরে বলা হয়, এ ভাইরাসের বিস্তার ঠেকাতে রীতিমতো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে চীন, কিন্তু খুব বেশি সাফল্য তাতে আসছে না। এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন ও চীনের বাইরে বেশ কিছু ক্রীড়া আয়োজন ও বাণিজ্য সম্মেলন স্থগিত করা হয়েছে। জাহাজ ও বিমান চলাচলে কড়াকড়িতে বাধাগ্রস্ত হচ্ছে পণ্য্ পরিবহন।

বিবিসির খবরে বলা হয়েছে, চীনের ওই পর্যটক গত ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি প্যারিসে থাকা অবস্থায় তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক-নার্সরাও দ্রুত নতুন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ছয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশজুড়ে আক্রান্ত হয়েছে অন্তত ১ হাজার ৭১৬ জন চিকিৎসক-নার্স। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্বের দুই-তৃতীয়াংশ লোকের মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে চীনের বাইরে প্রায় ২৪টি দেশে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে পাঁচশরও বেশি মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close