কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২০

লাউয়াছড়া বনে বিদ্যুৎস্পর্শে বানর আহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে একটি সাদা বানর আহত হয়েছে। বানরটির হাত ও একটি পা মারাত্মকভাবে জখম হয়েছে। আহত বানরটিকে বনবিভাগ উদ্ধার করে পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বিট অফিসে রাখা হযেছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় লাউয়াছড়ার ডলুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। বনবিভাগ জানায়, বিদ্যুৎস্পর্শে আহত বানরটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। রাত ৯টায় বনবিভাগের লোকজন আহত বানরটি উদ্ধার করে। বানরটির হাত ও একটি পা ঝলছে যায়। শ্রীমঙ্গল প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।

জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ বলেন, স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে বনবিভাগকে খবর দিলে তারা আহত বানরটিকে উদ্ধার করেন। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন বানর আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, খবর পেয়ে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যরা বানরটিকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close