নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০২০

শপথ নিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি ও সামশুল হক চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, ওয়াসিকা আয়শা খান ও খালেদা খানম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোছলেম উদ্দিন।

এদিকে শপথগ্রহণ শেষে সংসদ অধিবেশনে যোগ দেন মোছলেম উদ্দিন। তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close