রায়হান তন্ময়, জবি

  ১৬ জানুয়ারি, ২০২০

জবিতে নতুন আদলে শহীদ মিনারের দাবি, ক্ষোভ

রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষার অধিকার অর্জন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্র ধরে এখন সারা বিশ্বেই ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে শহীদ মিনার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান শহীদ মিনারকে অক্টোপাসের সঙ্গে সাদৃশ্য হিসেবে উল্লেখ করে নতুন আদলে স্থাপনের দাবিতে গত সোমবার মানববন্ধন ও স্মারকলিপি দেন জবির একদল শিক্ষার্থী। শহীদ মিনারকে অক্টোপাসের সঙ্গে তুলনা ও নতুন করে স্থাপনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, নতুন করে শহীদ মিনার নয় বরং শহীদ মিনারের সামনে নেমপ্লেট লাগিয়ে দিলেই সবাই বুঝতে পারবেন এবং সেভাবেই তারা এর সম্মান করবে। এ বিষয়ে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মুত্তাকি বলেন, শহীদদের সঙ্গে অক্টোপাস একেবারেই অপ্রাসঙ্গিক। অক্টোপাসের সঙ্গে শহীদ মিনারকে তুলনা করলে শহীদদের অসম্মান করা হয়। নতুন আদলে শহীদ মিনার নয় বরং একটি স্বতন্ত্র আদলে যেমন অন্য শহীদ মিনারগুলোর সঙ্গে মিলে না যায় এমন একটি শহীদ মিনার করতে পারে। শিক্ষার্থীরা তাদের মুক্তচিন্তা চর্চা করতে পারেন। জবির প্রক্টর ড. মোস্তফা কামাল প্রতিদিনের সংবাদকে বলেন, শহীদদের সম্মান অক্ষুণœ থাকে এমন একটা শহীদ মিনার হওয়া উচিত। অনেকেই এটা বুঝতে পারে না এটা শহীদ মিনার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close