নিজস্ব প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৯

আ. লীগের জাতীয় সম্মেলন হবে সাদামাটা : নানক

আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় সম্মেলন জাঁকজমক নয়, সাদামাটাভাবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি আরো বলেন, সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কোনো ধরনের সাজসজ্জা হবে না। এবারের সম্মেলনে সব মিলিয়ে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশগ্রহণ করবেন। গতকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিষয়ে নানক বলেন, শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয়, সংগঠনের পুরো কমিটিতে যাতে কোনোভাবেই বিতর্কিত কেউ স্থান না পান সে বিষয়ে কেন্দ্রীয় নেতারা সতর্ক রয়েছেন। এ সময় আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এফ এম সোহরাওয়ার্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close