চট্টগ্রাম ব্যারো

  ২১ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ডাকাত সরদার গ্রেফতার

রাউজান উপজেলার ঘেড়া সামশু টিলা দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা থেকে ১৭টি দেশীয় অস্ত্রসহ ডাকাত সরদার মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে অভিযান চালানোর সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় রাউজান থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার পূর্ব রাউজান সামশু টিলা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুষ্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

তিনি আরো বলেন, দেশীয় তৈরি শটগান ১০টি, গ্যাস গানসদৃশ অস্ত্র ১টি, ৬টি দেশীয় তৈরি পাইপগান, ১টি পুরোনো ম্যাগাজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশীয় তৈরি একনলা বন্দুকের তিনটি অংশসহ অস্ত্র তৈরির আনুষঙ্গিক সরঞ্জামসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আলমগীর রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়–য়া ও ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী জানে আলমের সহযোগী। তার নামে রাউজান থানায় ৫টি ডাকাতি, ২টি হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close