রংপুর ব্যুরো

  ১৯ নভেম্বর, ২০১৯

রংপুর সিটি করপোরেশন

১৭ নম্বর ওয়ার্ডকে তামাকমুক্ত ঘোষণা

রাজশাহীর মানবাধিকার ও উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডির সহযোগিতায় ও রংপুর সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে মহানগরে তামাকমুক্ত ঘোষণা শীর্ষক প্রচার অভিযান হয়েছে। গতকাল সোমবার বিকালে প্রচার অভিযান ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ওয়ার্ডের ভগি বালাপাড়া বউবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মোড়ে মোড়ে বিভিন্ন দোকানপাটে তামাক কোম্পানি কর্তৃক প্রদত্ত বিজ্ঞাপন অপসারণ, রেস্টুরেন্টে সাইনেজ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ অভিযান সম্পর্কিত এক আলোচনা সভায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল গাফফার বলেন, তামাক ব্যবহারের কারণে হৃদরোগ, পক্ষাঘাত, ফুসফুসের ক্যানসার, যক্ষা, হাঁপানি, অপরিপক্ক ও কম ওজনের শিশু জন্ম, মুখ ও খাদ্যনালির ক্যানসার ইত্যাদি রোগ হয়ে থাকে। তাই সবাইকে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে এবং পরিবার থেকে তামাক সেবন না করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। আলোচনা সভায় আরো বলা হয়, এ আইন অনুযায়ী বিক্রয়স্থল থেকে যে কোনো উপায়ে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ। যে কোনো ধরনের উপহার ও পুরস্কার প্রদান, তামাকপণ্যের মোড়ক প্রদর্শন, লিফলেট-পোস্টার-স্টিকার প্রদর্শন বা বিতরণ আইনত দন্ডনীয় অপরাধ। এ বিষয়টি বিবেচনা করে সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন যে ধূমপানমুক্ত গাইডলাইন গ্রহণ করেছে তা আমাদের জনপ্রতিনিধি হিসেবে বাস্তবায়ন করা জরুরি।

ওয়ার্ড কাউন্সিলর বলেন, রংপুর নগরীকে স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তলতে হবে। তাই রংপুরের সব পাবলিক প্লেসকে তামাকমুক্ত করতে আমার ওয়ার্ডকে তামাকমুক্ত ঘোষণার মাধ্যমে এই প্রচারের আয়োজন। তামাকমুক্ত রংপুর নগরী গড়ার জন্য আমার ওয়ার্ডে তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০০৫) বাস্তবায়নে করতে চাই। তামাকমুক্ত করার জন্য পাবলিক প্লেসে তামাকজাত দ্রব্য নিষিদ্ধ, দোকানের অবৈধ বিজ্ঞাপন না রাখা, ছোটদের কাছে সিগারেট বিক্রি না করা এবং হোটেল, রেস্টুরেন্ট ও অফিসে তামাক নিষিদ্ধকরণ সাইনেজ রাখা বাধ্যতামূলক করাতে পারব বলে আশা করি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close