উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

উল্লাপাড়ায় চলছে মেরামত কাজ

স্টেশনে জনবল সংকট

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন হয়ে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেনের সিডিউল বিপর্যয় কমে এসেছে। এখনো ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। জানা গেছে, উল্লাপাড়া রেলস্টেশনে জনবলের সংকট রয়েছে। এ স্টেশনে মোট আটটি পদে ৯ জন নেই বলে জানা যায়। গতকাল শনিবার উল্লাপাড়া রেলস্টেশনে গিয়ে দেখা গেছেম রেললাইন মেরামতের কাজ চলছে পুরোদমে। দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার করে রেলপথে তোলা হচ্ছে। এগুলো মেরামতে রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

উল্লাপাড়া সহকারী রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান, এটি (উল্লাপাড়া) গ্রেড-২ রেলস্টেশন। অথচ এ স্টেশনে দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টার গ্রেড-২ একজন, সহকারী স্টেশন মাস্টার পদে একজন, হেড বুকিং ক্লার্ক একজন, পোর্টার পদে দুজন, পয়েন্ট ম্যান একজন ও টালিম্যান পদে দুজন নেই। দীর্ঘদিন ধরে স্বল্পসংখ্যক জনবল নিয়ে এ স্টেশনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে সবাইকে বাড়তি সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। তিনি আরো জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর সোয়া ২টা অবধি বিভিন্ন গন্তব্যে ঢাকা-কলকাতা দুটিসহ মোট ১২টি আন্তঃনগর ট্রেন চলেছে। শিগগিরই ট্রেনের সিডিউল বিপর্যয়ের অবসান হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close