reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০১৯

কর্নেল (অব.) মিয়া মোহাম্মদ জাহাঙ্গীরের ইন্তেকাল

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর (৭৬), পিএসসি গত বুধবার সকালে সম্মিলিত রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত ছিলেন।

১৯৬৮ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। তার ভাইদের মধ্যে জ্যেষ্ঠ মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বেসামরিক পর্যটন ও সিভিল এভিয়েশন অথরিটির ডেপুটি চিফ হিসেবে অবসর গ্রহণ করেন, ড. মো. হারুনুর রশীদ বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব, মোহাম্মদ মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার ছিলেন, কনিষ্ঠ ভাই নাসিম আহমেদ একজন ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মহাখালী ডিওএইচএস মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। আগামীকাল শনিবার মহাখালী ডিওএইচএস মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close