নিজস্ব প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০১৯

স্বার্থান্বেষীরা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে : কাউন্সিলর আশ্রাফুজ্জামান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি মো. আশ্রাফুজ্জামান বলেছেন, চাঁদাবাজি, মাদক কারবার, সন্ত্রাস, অর্থ পাচার, দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকারের অভিযানকে দেশবাসী স্বাগত জানিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমিও স্বাগত জানাই। তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করছি। আওয়ামী লীগের দুঃসময়ের সঙ্গি ছিলাম এখনো আছি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন ও সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে খবর প্রচার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর সবুজবাগে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কাউন্সিলর আশ্রাফুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে একটি ফ্ল্যাট দখলের অভিযোগ আনা হয়েছে। অথচ ওই ফ্ল্যাটটি আমার ক্রয় করা। কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই সেটি কিনেছি এবং ওই ফ্ল্যাটেই আমি থাকি। দলিল দেখিয়ে তিনি বলেন, রাজধানীতে আমার আর কোনো ফ্ল্যাট নেই। এ ছাড়া সবুজবাগ থানার রাজারবাগ এলাকার এক নারীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগও মিথ্যা। গতকাল সাংবাদিকদের সামনে ওই নারীর খবরটি ভিত্তিহীন বলে স্বীকার করেন।

আশ্রাফুজ্জামান বলেন, আমি ক্যাসিনোর সঙ্গে কখনো জড়িত ছিলাম না। আমার এলাকায় কমিউনিটি সেন্টার, হাট-বাজার এবং কোনো বাস-টেম্পু স্ট্যান্ড নেই। কোনো প্রকার মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে আমি জড়িত নই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close