মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০১৯

লাকসামে স্থানীয় সরকারমন্ত্রী

দেশ সিঙ্গাপুরের মতো হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এ কারণে বিশে^ চিন্তাশীল দশজন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র। সে লক্ষ্যে কাজ করছে সরকার। গতকাল বৃহস্পতিবার লাকসাম পৌরসভা আয়োজিত লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালী রেলগেট হতে ছিলনিয়া ব্রিজ পর্যন্ত রিজিড পেভমেন্ট ও ফ্রেক্সিবল পেভমেন্ট কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, উন্নয়ন কাজে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নির্বাচনী এলাকায় সালিস দরবারের নামে কেউ টাকা খেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়কারী যে দলের হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী লাকসাম পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত নারী অপেক্ষাগারের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট তানজিনা আক্তার, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close